চট্টগ্রাম: চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি শাটারগান, কিছু গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে নগরীর আন্দরকিল্লার কুমিল্লা আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- মো. মোর্শেদ প্রকাশ রাশেদ, জাহিদুল ইসলাম রাজু, ফয়জুল কবির সুজন এবং শহীদুল ইসলাম সৌরভ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, কোতোয়ালী থানাধীন কুমিল্লা হোটেলে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সুত্রে এ খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জঙ্গল সলিমপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী মশিউর বাহিনীর শীর্ষ ক্যাডার রাশেদ। অন্যরা তার সহযোগী।