বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বেনাপোলে কন্টিনেন্টাল থেকে চোরাচালান পণ্য আটক

| প্রকাশিতঃ ৬ ডিসেম্বর ২০১৭ | ১১:৪৯ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বাজারের কন্টিনেন্টাল কুরিয়ার সর্ভিস থেকে প্রায় ২ লক্ষ টাকার ৪৬ পিস ভারতীয় উন্নত মানের শাড়ী, থ্রিপিছ ও লেহেঙ্গা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার বিকাল ৫ টায় এ পণ্য উদ্ধার হয়।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্প নায়েক সুবেদার আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারে কন্টিনেন্টাল কুরিয়ার সর্ভিসে অভিযান চালিয়ে ৪৬ পিস ভারতীয় উন্নত মানের শাড়ি, থ্রিপিছ ও লেহেঙ্গা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

তিনি আরো জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে কর্মরত মালিক ও প্রতিনিধিরা কৌশলে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কেউ ফিরে না আসায় উদ্ধারকৃত পণ্য জব্দ করে নিয়ে আসা হয়।