বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে বিরোধের জেরে বর্গাচাষির কচুক্ষেত কেটে ফেলার অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ জুলাই ২০২৫ | ২:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে এক বর্গাচাষির প্রায় ৭০ হাজার টাকার কচুক্ষেত কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

উপজেলার দাঁতমারা ইউনিয়নের গ্রামপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাউদ্দিন জানান, তিনি আজিজুল হকের কাছ থেকে জমি বর্গা নিয়ে উন্নত জাতের পানি কচুর চাষ করেন। পাশের জমির মালিক আব্দুল কাদেরের বাঁশঝাড় তার চাষাবাদে সমস্যা করায় তিনি কয়েকটি বাঁশ কেটেছিলেন।

আলাউদ্দিনের অভিযোগ, এর জের ধরে আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ বৃহস্পতিবার মধ্যরাতে তার ক্ষেতের শতাধিক কচুগাছ কেটে ও উপড়ে ফেলেন।

তিনি বলেন, “এতে আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কচু গাছ কেটে ফেলার পাশাপাশি রিয়াজ আমাকে অকথ্য গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেছেন মো. রিয়াজ।

তিনি বলেন, “জমি নিয়ে বিরোধ সত্য। কিন্তু তারা নিজেরাই রাতের আঁধারে কচু গাছ কেটে আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়েছে। থানায় বৈঠকে তারা কোনো সাক্ষী-প্রমাণ দিতে পারেনি।”

এদিকে খবর পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু ছালেক।

তিনি বলেন, “বিষয়টি মর্মান্তিক। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতিবেদন জমা দিলে আমরা ওই কৃষককে সহায়তার বিষয়টি বিবেচনা করব।”

ভুজপুর থানার অধীন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, শনিবার দুই পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে।

“অভিযোগকারী কোনো সাক্ষী-প্রমাণ হাজির করতে পারেননি। তাই তাদের পরবর্তীতে সাক্ষীসহ আসতে বলা হয়েছে,” বলেন তিনি।