বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে পাউবোর ৪ হাজার একর জমি উদ্ধারে অভিযান

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ জুলাই ২০২৫ | ২:৫৬ অপরাহ্ন


চট্টগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেদখল হওয়া প্রায় চার হাজার একর জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

রোববার সকাল থেকে নগরীর উত্তর কাট্টলী এলাকায় এ অভিযান শুরু হয়, যা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করছেন।

পাউবো চট্টগ্রাম বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, “দীর্ঘদিন ধরে এসব জমি দখল করে ঘর, কাভার্ডভ্যান ইয়ার্ড, গ্যারেজ, ডেইরি ফার্ম, হোটেলসহ নানা স্থাপনা গড়ে তোলা হয়েছিল। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব জমি দখল করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।”

তিনি জানান, তিন দিনের এ অভিযানের প্রথম দিন উত্তর কাট্টলী এলাকায় সাগরিকা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উদ্ধার করা জমি পিলার ও কাঁটাতার দিয়ে ঘিরে বনায়ন করা হবে বলে জানান পাউবোর এই কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, নগরীর উত্তর হালিশহর থেকে উত্তর কাট্টলীর বাংলাবাজার পর্যন্ত সাগর উপকূলের এসব জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছিলেন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান।

দখলকারীদের মধ্যে সাবেক সংসদ সদস্য দিদারুল আলম, সাবেক কাউন্সিলর নিছার উদ্দিন আহমদ ও আবুল হাসেমের নাম রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়া যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও জলিল কোম্পানির মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ রয়েছে।