বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলির ঘটনায় মামলা, আসামি ৪

| প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০১৭ | ৬:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ১৮ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিককে (২৭) গুলি করার ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আহত মানিকের ছোট ভাই জাহেদুল হক আরজু বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকেলে মানিককে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আসামিরা হলেন, মো. রমজান মো. সোলায়মান, তাজুল ইসলাম এবং ঈছা খাঁন।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, পূর্ব শত্রুতার জেরে মানিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন তার ভাই। আমরা আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা করছি।

এর আগে গত ৬ ডিসেম্বর ভোররাতে মানিক বাকলিয়ার রাজাখালী এলাকায় আওয়ামী লীগের অফিসে বসে খেলা দেখছিলেন। ভোররাত ৪টার দিকে সেখান থেকে বের হওয়ার পর রমজান নামের একজন মানিককে গুলি করে বলে অভিযোগ রয়েছে। গুলিটি মানিকের বুকের পাশ দিয়ে চলে যায়। তবে কেন রমজান এ ঘটনা ঘটিয়েছে তা মানিক জানাতে পারেননি। গুরুতর আহত মানিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, বাকলিয়া এলাকায় জামায়াতে ইসলামী ও মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন মানিক। এসব ঘটনায় একটি মহল তার ওপর ক্ষিপ্ত ছিল। ওই মহলটি রমজানকে দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে ।