বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

শিক্ষার্থীদের হাতে আটক পটিয়ার আ.লীগ নেতা জসিম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ জুলাই ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে আটক হয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম।

শনিবার রাতে নগরের দুই নম্বর গেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরের দুই নম্বর গেটের সুলতান’স ডাইন রেস্তোরাঁয় নিজের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান জসিম। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাকে আটক করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের জুলাই-অগাস্টে ছাত্র আন্দোলনের সময় পটিয়ায় শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন জসিম।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, ইনজামুল হক জসিম পটিয়া থানার একটি মামলার আসামি। যেহেতু তাকে পাঁচলাইশ থানা এলাকা থেকে ধরা হয়েছে, তাই তাদের পুলিশ সহায়তা করেছে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামি জসিমকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।”