বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

অপরাধ নির্মূলে ঐক্যবদ্ধ হতে হবে : রাউজানে ওসি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ন


‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানে চট্টগ্রামের রাউজানে সন্ত্রাস ও মাদকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিট পুলিশিং মতবিনিময় সভা করেছে পুলিশ।

সোমবার উপজেলার কদলপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যানি বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।

তিনি তার বক্তব্যে বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো অপরাধ নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে এগিয়ে এসে কাজ করলে আমাদের দেশ ও সমাজ পরিবর্তন হবে।”

অনুষ্ঠানে জিয়া মঞ্চের সভাপতি আলম হুদা চৌধুরী, মো. সেলিম উদ্দিন চৌধুরী, এস এম খোরশেদ, কাজী গিয়াস উদ্দিন, নুরুল আমিন চৌধুরী তপন, ফয়জুল ইসলাম খোকন, মো. বাছাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।