বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বদলাচ্ছে কুতুবদিয়ার ভাগ্য? ফেরি সার্ভিস যাচাইয়ে বিআইডব্লিউটিএ

সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সফর মঙ্গলবার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৫ | ১০:৪২ অপরাহ্ন


কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সঙ্গে ফেরি ও সি-ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাই করতে পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান।

মঙ্গলবার তিনি মগনামা-বড়ঘোপ নৌপথসহ সার্বিক অবকাঠামো সরেজমিনে দেখবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই সফরকে দ্বীপের নৌ-যোগাযোগ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র জানায়, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে পেকুয়া নৌঘাঁটি দিয়ে কুতুবদিয়া পৌঁছাবেন। তার সফরসঙ্গী হিসেবে বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে একবার এই সফর পিছিয়ে দেওয়া হয়েছিল।

স্থানীয়রা আশা করছেন, এই সফরের মাধ্যমে কুতুবদিয়ার জন্য একটি স্থায়ী ও নিরাপদ নৌ-পারাপার সেবা চালুর স্বপ্ন বাস্তবায়নের পথে এগোবে। তাদের মতে, এর মাধ্যমে দ্বীপে বিনিয়োগ, পর্যটন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে, যা দেশের নীল অর্থনীতি বিকাশেও সহায়ক হবে।