বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে ৫ বছরে ৫ হাজার গাছ লাগাবে অথেন্টিক ফাউন্ডেশন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৫ জুলাই ২০২৫ | ২:৪২ অপরাহ্ন


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পাঁচ বছরে পাঁচ হাজার গাছ লাগানোর একটি পরিকল্পনা হাতে নিয়েছে ‘অথেন্টিক ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক সংগঠন।

‘সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ’ প্রতিপাদ্যে “Green soul: 5000 Trees for Earth” নামের এই পরিকল্পনার উদ্বোধন করা হয়েছে। সোমবার চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জয়নুল আবেদিন তাওরাত এই কর্মসূচির উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় পাঁচ হাজার বনজ বৃক্ষ রোপণ, বিতরণ ও পরিচর্যা করাই এই উদ্যোগের লক্ষ্য। বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি পরিবেশবান্ধব সমাজ গঠন করাও এই মিশনের অন্যতম উদ্দেশ্য।

ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল হক, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য মো. মোকতার হোসেন।