বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ছাত্রীকে যৌন নিপীড়ন: রাঙ্গুনিয়ায় প্রাথমিক শিক্ষক বরখাস্ত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ জুলাই ২০২৫ | ৬:৫৭ অপরাহ্ন


চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বদিউল আলম নামের ওই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রহমানের সই করা আদেশে বলা হয়েছে, রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিবেদনের আলোকে শিক্ষক বদিউল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ জন্য তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং এই আদেশ ১৪ জুলাই থেকে কার্যকর হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দ্বীপপাড়া রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলমের বিরুদ্ধে বিদ্যালয়েরই এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শুরুতে তাকে শুধু পাঠদান থেকে বিরত রাখায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে।”

এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।