
চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত তোফায়েল আহমেদ (৩২) নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা।
বুধবার ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্লাবন মজুমদার বলেন, “দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টাইগারপাস মোড়ের সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে চালক তোফায়েল ছিটকে পড়ে গুরুতর আহত হন।”
তিনি জানান, পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানান এএসআই প্লাবন।