বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সাংবাদিক ফারুক মুনিরের বাবার মৃত্যু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৫ | ৪:১৪ অপরাহ্ন


দৈনিক কালের কণ্ঠ’র চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদক ফারুক মুনিরের বাবা মনির আহমেদ মারা গেছেন।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবার জানিয়েছে। তার বয়স হয়েছিল ৭০ বছর।

মনির আহমেদ বাংলাদেশ জুট কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তিনি তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফারুক মুনির জানান, বুধবার বাদ আসর জানাজা শেষে ফেনীর সোনাগাজীতে পারিবারিক কবরস্থানে তার বাবাকে দাফন করা হবে।

ফারুক মুনির দৈনিক চট্টগ্রাম খবর, মহানগর নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।