বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ডিএমপিতে যোগ দিচ্ছেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য

| প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০১৭ | ১২:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করছেন উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য। আগামী রোববার তাঁর নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে।

এ উপলক্ষে দেবদাস ভট্টাচার্য্যকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে সিএমপি সদর দপ্তরে তাঁর বিদায় অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় দেবদাস ভট্টাচার্য্যের কাজের প্রশংসা করে তাঁর সাফল্য কামনা করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

প্রসঙ্গত পদোন্নতি পেয়ে গত ১৮ অক্টোবর ডিআইজি হন পুলিশ কর্মকর্তা দেবদাস ভট্টাচার্য্য। বান্দরবানের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে ২০১৫ সালে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) হিসেবে যোগদান করেছিলেন দেবদাস। পরবর্তীতে তিনি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের পদটি ডিআইজি পদমর্যাদার। নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে সুহৃদ, শুভার্থীদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন পুলিশের চৌকস এ কর্মকর্তা।