বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস স্মরণে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ জুলাই ২০২৫ | ৬:১৯ অপরাহ্ন


ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৮ জুলাই, সকাল ৭টায় নগরীর এম. এ. আজিজ স্টেডিয়ামে এই ম্যারাথন আয়োজন করা হয়।

গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে তরুণ প্রজন্মের গতিশীল ভূমিকার প্রতীক হিসেবে আয়োজিত এই ম্যারাথনে ৬৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাধারণ শিক্ষার্থী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, ক্রীড়াবিদ, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। সকাল ৭টায় প্রধান অতিথি বেলুন উড়িয়ে ম্যারাথনের শুভ সূচনা করেন।

ম্যারাথনে নারী ও পুরুষ—দুই বিভাগেই বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকার করেন শ্রাবণী চৌধুরী, দ্বিতীয় হন তাবাসসুম সোবাহ এবং তৃতীয় স্থান অর্জন করেন মোসাম্মাত সোহানা। ছেলেদের বিভাগে প্রথম স্থান অর্জন করেন মুসফিকুর রহমান, দ্বিতীয় হন মোহাম্মদ সুমন এবং তৃতীয় স্থান লাভ করেন আবু নসর। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার ও অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এই আয়োজনের অন্যতম তাৎপর্যপূর্ণ অধ্যায় ছিল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা প্রদান। তাদের ত্যাগ ও অদম্য সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া, ম্যারাথনে অংশগ্রহণকারী এবং সফলভাবে দৌড় সম্পন্নকারী সকলকেই মেডেল ও সনদ প্রদান করে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা ক্রীড়া অফিসারসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।