বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বাসে আগুন, দুর্ঘটনা নাকি নাশকতা?

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ জুলাই ২০২৫ | ৭:৩৮ অপরাহ্ন


চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম এলাকা নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অক্সিজেন-নিউমার্কেট রুটে চলাচলকারী বাসটি নিউমার্কেট মোড়ে যাত্রী নামিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই বাসটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নগরীর নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি কোনো নাশকতা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার কারণে নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।