বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সরকারবিরোধী স্লোগান: বাঁশখালীর আ.লীগ নেতা মুজিবুলের ছেলে গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৫ | ১:১৪ পূর্বাহ্ন


সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর এক আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সানাউল হক চৌধুরী রকি (২৫) বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীর ছেলে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, রবিবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে রকিকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রকি এবং তার ১০-১২ জন সঙ্গী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল। পুলিশ ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকি সহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

রকির বাবা মুজিবুল হক চৌধুরী ২০২৩ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসেন। ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দুটি মামলা ছাড়াও ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি আবদুল করিম বলেন, “গ্রেপ্তার রকির বিরুদ্ধে মামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।”