বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৭ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৫ | ১১:৩৮ অপরাহ্ন


চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী এবং তারা এই পরিচয়ের আড়ালে ইয়াবা পাচার করছিল বলে জানিয়েছে ডিএনসি।

আজ মঙ্গলবার (২২ জুলাই) নগরীর বাকলিয়া থানাধীন বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মৃত নুর আলমের ছেলে জাফর আলম (৩৫) ও তার স্ত্রী রহিমা খাতুন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বশরুজ্জামান চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে জাফর ও রহিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭,১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”