বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চিকিৎসক-ওষুধ সংকট, সাতকানিয়া হাসপাতালের বেহাল দশা দেখলেন সাবেক এমপি

স্বাস্থ্যখাতকে উপেক্ষা করেছে আ.লীগ সরকার: শাহজাহান চৌধুরীর অভিযোগ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ জুলাই ২০২৫ | ৬:২৮ অপরাহ্ন


“সরকারি হাসপাতাল গরিব ও সাধারণ মানুষের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল। সেখানে কোনো গাফিলতি মানেই মানুষের জীবন নিয়ে সরাসরি অবহেলা। জনগণের হাসপাতাল অবশ্যই জনগণের হতে হবে।”— এই মন্তব্য করেছেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকট সম্পর্কে সরাসরি অবহিত হন।

পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহজাহান চৌধুরী বলেন, “আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন এই হাসপাতালের আধুনিকায়ন ও ভবন সম্প্রসারণের জন্য কাজ করেছি। কিন্তু এখনও এখানে চিকিৎসক সংকট এবং প্রয়োজনীয় ওষুধের অপ্রতুলতা রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারকে স্বাস্থ্য খাতকে উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেন।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে। আপনারা নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সেবা প্রদান করুন।” তিনি আশ্বাস দেন, হাসপাতালের সমস্যাগুলো তালিকাভুক্ত করে আগামীর পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে এবং সমাধানের চেষ্টা চালানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, আধুনিক যন্ত্রপাতির অভাব ও ওষুধের স্বল্পতা রয়েছে। তিনি বলেন, “আমরা সীমিত সম্পদ দিয়ে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি এবং চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে।” একজন সাবেক সংসদ সদস্যের এই সরেজমিন পরিদর্শনকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন।