বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সরকারি বৃত্তি পরীক্ষায় বৈষম্য, বাঁশখালীতে ২ শতাধিক শিক্ষকের প্রতিবাদ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুলাই ২০২৫ | ৭:৩৩ অপরাহ্ন


সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শতাধিক শিক্ষক।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী উপজেলার ৬১টি কিন্ডারগার্টেনের প্রধানসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা শিক্ষা অধিদপ্তরের এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলে আখ্যায়িত করেন।

বক্তারা বলেন, কিন্ডারগার্টেনগুলো দেশের প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ সরকারি বৃত্তি পরীক্ষার মতো একটি মেধাভিত্তিক প্রতিযোগিতা থেকে এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে, যা তাদের প্রতি চরম অবিচার এবং ‘জুলাই বিপ্লবের’ সাম্যের চেতনার পরিপন্থী।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, মনছুরুল আলম, জাকের আহমদ ও নুরুন্নবী প্রমুখ। তারা অবিলম্বে এই বৈষম্যমূলক পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।