বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় রাজমিস্ত্রি হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ জুলাই ২০২৫ | ১১:৩৬ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়া পাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নিহত জহির উদ্দিনের (৪৫) পরিবারের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিক জহির হত্যার পেছনে স্থানীয় প্রভাবশালীরা ইন্ধনদাতা হিসেবে কাজ করেছে। তারা অবিলম্বে মামলার সব আসামি ও ইন্ধনদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ সময় বক্তারা অভিযোগ করেন, খুনিদের আড়াল করতে স্থানীয় ওমর আলীসহ এলাকাবাসীর বিরুদ্ধে একটি ‘মিথ্যা ও সাজানো’ ডাকাতির অভিযোগ আনা হয়েছে, যার প্রতিবাদ জানান তারা।

গত ১৩ জুলাই বাড়ি নির্মাণের পাওনা টাকা চাইতে গেলে স্থানীয় নাজিম উদ্দিন ও সাহাব উদ্দিনসহ কয়েকজন জহির উদ্দিনকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জুলাই রাতে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে ১৬ জুলাই লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয়াপাড়া এলাকার সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, মো. জুবাই ও মো. রিয়াদকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।