
বাঁশখালীর ঐতিহ্যবাহী পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির (২০২৫–২০২৬) অভিষেক, পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ এবং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
আজ শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ক্লাবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি নূর হোসাইনের সভাপতিত্বে এবং শাহাদাত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল আজিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাফরুল আলম জহির ও সংকর নাথ দেব সিকদার।
অনুষ্ঠানের শুরুতে সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোরশেদুর রহমান কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নির্বাচনী রোডম্যাপ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল আজিম চৌধুরী নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সকল প্রাক্তন শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন বিদ্যালয়ের উন্নয়নে এবং প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।