বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাছ বিক্রেতা নিহত

| প্রকাশিতঃ ৯ ডিসেম্বর ২০১৭ | ৫:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় বাসচাপায় আবু নাছের নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার সকালে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবু নাছের (৫২) নগরের কাজীর দেউড়ি দুই নম্বর গলির একটি বাসায় বসবাস করতেন। তিনি ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা ছিলেন।

কোতোয়ালী থানার এসআই আক্তার হোসেন বলেন, সকালে বাসা থেকে রিকশা নিয়ে ফিশারি ঘাটে মাছ কিনতে যাচ্ছিলেন নাছের। মিউনিসিপ্যাল স্কুলের সামনে দ্রুতগামী একটি বাস নাছেরকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নাছেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।