বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুই ভাইসহ নিহত ৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৫ | ৮:২৪ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন একই পরিবারের দুই ভাই এবং তাদের মামা।

আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের চিববাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা এলাকার ছিদ্দিক আহমদের দুই ছেলে হুমায়ুন (৩৮) ও মামুন (২৮) এবং তাদের মামা একই ইউনিয়নের করিয়ানগর এলাকার আবদুর রশিদ মনির (৪০)।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, চিববাড়ী সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা বেপরোয়াভাবে মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে পাশে থাকা দ্রুতগামী একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তিন আরোহীর মৃত্যু হয়।

নিহতদের স্বজনরা জানান, তারা তিনজন মোটরসাইকেলযোগে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে এক বোনের শ্বশুরবাড়ি দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সাতকানিয়ায় নিজ বাড়িতে ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, “দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।