বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় রাজমিস্ত্রি হত্যার আসামি গ্রেপ্তার, ব্যবহৃত ছুরি উদ্ধার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ জুলাই ২০২৫ | ৮:৪৯ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণশ্রমিক (রাজমিস্ত্রি) জহির উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি সাহাব উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল। তার স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়ার সোলাইমানের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন আলোচিত নির্মাণশ্রমিক জহির উদ্দিন হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই সে চট্টগ্রাম শহরে পালিয়ে আত্মগোপন করেছিল।

ওসি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মতেই হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত ১৩ জুলাই লোহাগাড়ার পুটিবিলায় বাড়ি নির্মাণের পাওনা টাকা চাইতে গেলে স্থানীয় নাজিম ও শাহাব উদ্দিনের সঙ্গে জহির উদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। পরে গত ১৬ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে ১৬ জুলাই শাহাব উদ্দিনসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।