বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফটিকছড়ির বিমানচত্বরে নতুন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার চালু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ জুলাই ২০২৫ | ১২:২৬ পূর্বাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে পর্যটকদের জন্য নতুন একটি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের যাত্রা শুরু হয়েছে। উপজেলার হারুয়ালছড়ি বিমানচত্বর পর্যটন কেন্দ্রে শুক্রবার বিকেলে এটি উদ্বোধন করা হয়।

হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্থায়নে নির্মিত এই কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “বিশাল এই উপজেলায় দর্শনীয় অনেক স্থান থাকলেও মানসম্মত খাবারের অভাব ছিল। হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্থায়নে নির্মিত এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার দর্শনার্থীদের সেই চাহিদা মেটাতে সক্ষম হবে।”

তিনি আশা প্রকাশ করেন, ভ্রমণ পিপাসুরা এখানে স্বাচ্ছন্দ্যে তাদের সময় কাটাতে পারবেন।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ উদ্দীন ভুঁইয়া এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাসের উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে অবহেলিত হারুয়ালছড়ি এখন অনেক এগিয়েছে। এখানকার বন্যপ্রাণী অভয়ারণ্য এবং একাধিক চা বাগান পর্যটকদের আকর্ষণ করে। এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার দর্শনার্থীদের মানসম্মত খাবারের চাহিদা পূরণ করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিপন এবং রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের স্বত্বাধিকারী আব্দুর রহমান দিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বাবলা দে।