
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. জামাল উদ্দিন (৩২) ২০১২ সালের একটি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং তিনি দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক ছিলেন।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বুইজ্জের দোকান সংলগ্ন এলাকা থেকে রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামাল উদ্দিন ওই ইউনিয়নের আদুর পাড়া গ্রামের আজিজুল হক চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, জামাল উদ্দিনের বিরুদ্ধে ২০১২ সালে দায়েরকৃত একটি ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর আজ শনিবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।