বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় কথাকাটাকাটির জেরে তৌসিফ মিনার নামে এক যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আরভী হাকিম (২৪) নামের এক যুবক।

রবিবার (২০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাইজপাড়া ও মজিদেরপাড়া ওয়ার্ডের সীমানা আছিয়ার পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে আরভী হাকিম তার বন্ধু শহীদ, রাকিব ও হৃদয়কে নিয়ে দেওয়ানহাট-ভোরবাজার প্রধান সড়কের পাশে আছিয়ার পুকুর এলাকায় দোকানের সামনে কথা বলছিলেন। এ সময় মজিদেরপাড়া ওয়ার্ডের মৌলভীর বাড়ির মো. ফরিদের ছেলে তৌসিফ মিনার (২৬) এসে তাদের সেখান থেকে চলে যেতে বলে। আরভী ‘সরকারি রাস্তার উপর দাঁড়িয়েছি, কেন যাব’ বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে মিনার ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী তার বাড়িতে চলে যায় এবং কিছুক্ষণ পরেই একটি লম্বা বিদেশি ছুরি নিয়ে ফিরে আসে। কিছু বুঝে ওঠার আগেই সে আরভীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এ সময় আরভীর বন্ধুরা এবং আশপাশের লোকজন ভয়ে দৌড়ে সরে যায়। রক্তাক্ত অবস্থাতেই আরভী দৌড়ে নিজের বাড়ি মাইজপাড়ার দিকে পালানোর চেষ্টা করে। হামলাকারী মিনারও তার পিছু ধাওয়া করে। প্রায় ১০০ গজ দূরে কামালের দোকান এলাকায় এসে আরভী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা জড়ো হতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে মিনার পালিয়ে যায়।

খবর পেয়ে রাত ৯টা ২০ মিনিটের দিকে আরভীর মা, চাচা সিরাজসহ স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দ্রুত তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের ২নং ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. রাইসা বলেন, ছুরিকাঘাতে তার (আরভী) পেটের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করতে হবে।

ছুরিকাঘাতের ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত তৌসিফ মিনারের বক্তব্য পাওয়া যায়নি।