বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৫ | ১:০১ অপরাহ্ন


চট্টগ্রামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (৩২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে নগরীর বন্দর থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রটি একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এবং অভিযুক্ত ওমর ফারুক ওই মাদ্রাসারই শিক্ষক। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রটিকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

সর্বশেষ গত ২৪ জুলাই ছাত্রটিকে ধর্ষণ করা হয়েছে উল্লেখ করে তার বাবা গতকাল রোববার বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর বন্দর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরের ডাক্তারি পরীক্ষা করানো হবে এবং আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হবে।