বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় অস্ত্র-কার্তুজসহ ‘তৌহিদ বাহিনীর’ সদস্য গ্রেপ্তার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ জুলাই ২০২৫ | ৬:২৬ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকার ত্রাস হিসেবে পরিচিত ‘তৌহিদ বাহিনীর’ আরো এক সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত সদস্যের নাম নুরুল আমিন (৩০)।

আজ সোমবার (২৮ জুলাই) ভোরে বড়হাতিয়ার চাকফিরানী আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি পরিত্যক্ত টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি একনলা বন্দুক, আটটি কার্তুজ এবং চারটি রামদা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল আমিন চাকফিরানী এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সামরিক গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাকফিরানী আশ্রয়ণ প্রকল্পের কাছের একটি পরিত্যক্ত ঘরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ‘তৌহিদ বাহিনী’ অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম মজুদ করেছে। এই খবরের ভিত্তিতে সোমবার ভোরে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই ঘরে তল্লাশি চালিয়ে তিনটি বন্দুক, আটটি কার্তুজ ও চারটি রামদা উদ্ধার করে সেনাবাহিনী। আটককৃতকে অস্ত্রসহ লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আটক নুরুল আমিন ‘তৌহিদ বাহিনীর’ একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।