বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় ঘুষ না দেওয়ায় ১৩ হাজার টাকার মামলার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলছে পুলিশ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ জুলাই ২০২৫ | ৬:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় এক হাজার টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় বৈধ কাগজপত্র থাকার পরও এক পিকআপ চালককে ১৩ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে।
তবে পুলিশ এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

ভুক্তভোগী চালক আব্দুল আজমের ভাষ্যমতে, সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রাম শহর থেকে মাল নিয়ে কেরানীহাট বাজারে পৌঁছালে ট্রাফিক পুলিশের সদস্য মোসাদ্দেক তার পিকআপটি (চট্ট মেট্রো-ন-১১-৮৯১১) থামান।

আজম বলেন, “গাড়ির সব কাগজপত্র হালনাগাদ থাকা সত্ত্বেও পুলিশ সদস্য মোসাদ্দেক আমাকে একপাশে ডেকে নিয়ে ঘুষ দাবি করেন। আমি রাজি না হওয়ায় তিনি আমাকে কেরানীহাট পুলিশ বক্সে সার্জেন্ট মাহফুজুর রহমানের কাছে নিয়ে যান।”

তিনি আরও অভিযোগ করেন, “সেখানে মোসাদ্দেক ২ হাজার টাকা দাবি করে বলেন, টাকা না দিলে বড় অংকের মামলা দেওয়া হবে। আমি ঘুষ না দেওয়ায় গাড়ির পেছনের নম্বরপ্লেট না থাকা এবং সামনের সিটে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগে আমাকে ১৩ হাজার টাকার মামলা দেওয়া হয়।”

এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী মো. রিয়াজ বলেন, “চালকের কাছে বারবার টাকা চাওয়া হচ্ছিল। তিনি দিতে রাজি না হওয়াতেই শেষ পর্যন্ত মামলাটি দেওয়া হয়।”

তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন সার্জেন্ট মাহফুজুর রহমান।

তিনি বলেন, “আইন অনুযায়ী গাড়ির ত্রুটির জন্য মামলা করা হয়েছে। ঘুষ চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং চালকই আইন অমান্য করে টাকা দিয়ে বিষয়টি সমাধান করতে চেয়েছিলেন।”

এদিকে, স্থানীয় কয়েকজন পরিবহন শ্রমিক নেতা অভিযোগ করেন, কেরানীহাট এলাকায় প্রায়ই চালকদের নানাভাবে হয়রানি করে টাকা আদায়ের চেষ্টা করা হয় এবং কেউ প্রতিবাদ করলে মামলার সম্মুখীন হতে হয়।