বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

প্রতিবাদের মুখে হাটহাজারীর পার্বতী স্কুল মাঠে মেলা বন্ধের নির্দেশ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ জুলাই ২০২৫ | ৬:৪৯ অপরাহ্ন


স্থানীয়দের ব্যাপক প্রতিবাদের মুখে চট্টগ্রামের হাটহাজারীর পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি বাণিজ্যিক মেলার আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে উপজেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে গিয়ে মেলার প্রস্তুতিমূলক কার্যক্রম বন্ধ করে দেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়ে মেলার আয়োজন বন্ধ করা হয়েছে।”

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে গত ১০ জুলাই থেকে মাসব্যাপী এই মেলার অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। আগামী ১২ আগস্ট মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী, গত কয়েকদিন ধরে আয়োজকরা বিদ্যালয়ের মাঠে বাঁশ পুঁতে স্টল নির্মাণের কাজ শুরু করলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকদের অভিযোগ, মাঠটি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাটহাজারী সরকারি কলেজের হাজারো শিক্ষার্থী খেলাধুলার জন্য ব্যবহার করে। মেলার কারণে প্রায় দুই মাস এই মাঠে খেলাধুলা বন্ধ থাকত।

তারা আরও অভিযোগ করেন, অনুমতি পত্রে স্থানটিকে ‘স্কুল মাঠ’ হিসেবে উল্লেখ না করে ‘হাটহাজারী উপজেলা সংলগ্ন খালি মাঠ’ হিসেবে দেখানো হয়েছে, যা এক ধরনের প্রতারণা।

এই মেলার আয়োজন বন্ধের দাবিতে সোমবার সন্ধ্যায় স্থানীয় ‘জাগৃতি ক্লাব’ মিলনায়তনে একটি প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা ব্যবসায়ী সমিতি ও উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে ওই সভা থেকে মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
এর আগেই মঙ্গলবার সকালে প্রশাসন মেলা বন্ধের নির্দেশ দেয়।

এ বিষয়ে মেলার আয়োজক কমিটির কর্মকর্তা সহিদুল ইসলাম খান পিন্টু বলেন, “আমরা স্কুল থেকে এক মাসের জন্য দুই লক্ষ ৪০ হাজার টাকায় মাঠটি ভাড়া নিয়েছিলাম।”

উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আসলাম মোর্শেদ বলেন, “এই মাঠটি শুধু খেলার মাঠ নয়, এটি হাটহাজারীর প্রাণ। এখানে বাণিজ্যিক কার্যক্রম হলে মাঠের স্থায়ী ক্ষতি হতো। মেলা বন্ধের সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় আমরা জেলা ও উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞ।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, “ইউএনও স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে মেলার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছি।”