বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাঁশখালী হাসপাতালে নবজাতকের মৃত্যু: ‘অবহেলা’র অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ জুলাই ২০২৫ | ৭:৪৮ অপরাহ্ন


চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার।

হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার পাশাপাশি দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পরিবারের সদস্যরা জানান, প্রসব-জটিলতা নিয়ে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের জান্নাতুল নাইমা (২১) নামে এক নারীকে রোববার বিকেল ৩টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নবজাতকের চাচা সাহাদাত হোছাইন বলেন, “ভর্তির পর রোগীর ব্যথা ও সংকট বাড়লেও হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জিজ্ঞেস করলে তারা বিরক্ত হতেন, ঠিকভাবে উত্তর দিতেন না। তারা বলছিলেন, সব ঠিক আছে।”

তিনি অভিযোগ করেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় বাচ্চা প্রসবের পর দেখা যায় তার কোনো নড়াচড়া নেই, কান্নাও করছে না। প্রায় ১৫ মিনিট পর খিচুনির মতো করলেও নার্সরা সেটিকে স্বাভাবিক কান্না বলে চালিয়ে দেন। পরে তাদের গাফিলতিতেই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম শহরে রেফার করা হয়।”

পরিবারের সদস্যরা শিশুটিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রায় ৩০ ঘণ্টা আইসিইউতে থাকার পর মঙ্গলবার নবজাতকটি মারা যায়।

সাহাদাত হোছাইন বলেন, “চট্টগ্রামের ডাক্তাররা বলেছেন, জন্মের সময় অতিরিক্ত চাপের কারণে শিশুটির মস্তিষ্কের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাঁশখালী হাসপাতালের নার্সরা বাচ্চার মাথা বের করতে না পেরে পেট চেপে টেনে বাচ্চা বের করেছিল।”

নিহত নবজাতকের মা জান্নাতুন নাইমার মা বেবি আক্তার ও শাশুড়ি তৈয়বা খাতুনও হাসপাতালের নার্সদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন।

এ ঘটনায় জড়িত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার বলেন, “বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। আমি খোঁজ নিচ্ছি। রোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”