
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক সেবন এবং প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে পৃথক দুটি অভিযানে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (৩০ জুলাই) রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানের নেতৃত্বে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন।
ইউএনও কামরুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ছয়জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. জসিম, মোহাম্মদ আলী, মো. ইসমাইল, জাকির হোসেন, মো. আবু বক্কর ও মো. আমীর হোসেন।
এছাড়া, প্রকাশ্য জুয়া খেলার অভিযোগে অপর একটি অভিযানে আরও সাতজনকে দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. নাজিম, মো. আজাদ হোসেন, মো. ইলিয়াছ, মো. এনাম, মো. ইউছুপ, মো. জানি আলম ও আরেকজন মো. ইউছুপ।
ইউএনও আরও বলেন, দুইটি পৃথক স্থান থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থল থেকে জুয়ার টাকা ও মাদকদ্রব্যের আলামত জব্দ করা হয়, যার কিছু অংশ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। রাঙ্গুনিয়াকে মাদক ও জুয়ামুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।