বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চুয়েটে জ্বালানি খাতের মিলনমেলা, ১৫০ নতুন কূপ খননের ঘোষণা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ জুলাই ২০২৫ | ৮:১৮ অপরাহ্ন


দেশের জ্বালানি খাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, গবেষক এবং প্রকৌশলীদের অংশগ্রহণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী এক জাতীয় কর্মশালা শুরু হয়েছে। চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আয়োজনে এই মিলনমেলায় দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে ক্যাম্পাসে একটি শোভাযাত্রার মাধ্যমে আয়োজনটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল হাসান এবং চুয়েটের উপাচার্য মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ জ্বালানি খাতের আটটি শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল হাসান বলেন, বাংলাদেশের পেট্রোলিয়াম খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি জানান, সরকার সম্প্রতি ৫০টি নতুন কূপ এবং অদূর ভবিষ্যতে আরও ১০০টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে, যা মাইনিং সেক্টরে বহু কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি চট্টগ্রামকে পেট্রোলিয়াম খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে চুয়েটের শিক্ষার্থীদেরও এখানে ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।

কর্মশালায় দুপুর থেকে দেশের জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনবল গঠন এবং পেট্রোলিয়াম খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তিনটি পৃথক কিনোট সেশন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর অধ্যাপক এবং খাত সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো পেট্রোলিয়াম খাতের শিল্পকারখানাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যকর সংযোগ স্থাপন করা। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার মাধ্যমে দুই দিনের এই আয়োজন শেষ হবে।