
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মারামারির মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করার পর পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের জামিন নাকচ হয় বলে তাদের আইনজীবী জসিম উদ্দিন জানিয়েছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান চৌধুরী পাড়ার ফারুক উদ্দিন (৩৬), নুরুল হুদা (৪৫), মো. শাহ আলম (৫২), তার ছেলে মহিউদ্দিন (৩৫) এবং একই এলাকার জাহেদ হোসেন বাবুল (৪৫)।
মামলার নথি থেকে জানা যায়, গত ৫ এপ্রিল উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৩ এপ্রিল মোস্তাক আহমদ নামে এক ব্যক্তি বাদী হয়ে ১৫ জনকে আসামি করে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে লোহাগাড়া থানাকে নির্দেশ দেয়।
বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, “মামলার পর আসামিরা হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। উচ্চ আদালত তাদের জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।”
তিনি আরও জানান, গত ২৮ জুলাই আসামিরা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।