বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

নয়া দিগন্তের সাংবাদিক মাসুদের মৃত্যুতে ফটিকছড়িতে শোকের ছায়া

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩১ জুলাই ২০২৫ | ৭:১৯ অপরাহ্ন


দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা, সাংবাদিক ও প্রভাষক সৈয়দ মো. মাসুদ আর নেই। গতকাল বুধবার রাত সাড়ে দশটায় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সৈয়দ মো. মাসুদ দীর্ঘকাল সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন, ফটিকছড়ি থানা, বিভিন্ন রাজনৈতিক দল, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, আজ বিকেলে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন। ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম আক্কাসের নেতৃত্বে সাংবাদিকরা তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন সোলায়মান আকাশ, মো. সেলিম, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ জিপন, কামরুল সবুজ, ইউসুফ আরাফাত, ওবাইদুল আকবর রুবেল, মো. এনাম ও সাইফুল ইসলাম প্রমুখ।