বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃত্বে আবিদুর রহমান বাবুল ও নুরুল আলম

২৫ সদস্যের কমিটি গঠন
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩১ জুলাই ২০২৫ | ৮:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক (২০২৫-২০২৮) সম্মেলন ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে আবিদুর রহমান বাবুল সভাপতি এবং মো. নুরুল আলম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার গাছবাড়ীয়া এলাকার দস্তরখানা রেস্তোরাঁয় এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু।

নির্বাচন শেষে আগামী তিন বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি আবিদুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ছাড়াও অন্যান্য নির্বাচিতরা হলেন: সিনিয়র সহ-সভাপতি এম ফয়েজুর রহমান, সহ-সভাপতি মোস্তফা কামাল নিজামী, সহ-সভাপতি এস .এম আহসানুল কবির চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সস্পাদক মো. আমানত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোকন উদ্দীন।

কমিটির কার্যকরি সদস্যরা হলেন নাসির উদ্দীন বাবলু, আজগর আলী সেলিম, এহতেশামুল হক রাব্বি ও মো. কাউছার আলম। সাধারণ সদস্যরা হলেন জসিম উদ্দীন হিরু, মো. লোকমান হাকিম, মো. রাজিব হোসেন রিফাত, তসলিম হোসেন ফাহিম, মো. শহিদুল ইসলাম চৌধুরী টিটু, শাহারুপ উদ্দীন, মো. সলিমুল্লাহ এবং সাইদুল হক চৌধুরী।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।