
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মো. হাছান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাছান একই ওয়ার্ডের হাদুর পাহাড় এলাকার বাসিন্দা ছৈয়দ আহমদের ছেলে ।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, রাত সাড়ে দশটার দিকে স্থানীয়রা রেললাইনের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় হাছান ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি কি কারণে সেখানে গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেছে।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র পাঁচ দিন আগে গত ২৬ জুলাই একই ইউনিয়নের নাজির পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় তাওসিফ আলম ওয়ালিদ নামে ১৮ মাস বয়সী এক শিশুরও মর্মান্তিক মৃত্যু হয়েছিল।
স্বল্প সময়ের ব্যবধানে একই ওয়ার্ডে দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে ।