বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

হাটহাজারীতে নতুন পাঠাগারের উদ্বোধন, আলাওল দিঘী রক্ষার আশ্বাস দিলেন মুখ্য সচিব

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ অগাস্ট ২০২৫ | ১০:৪৭ অপরাহ্ন


প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া চট্টগ্রামের হাটহাজারীতে ‘ফতেপুর গণপাঠাগার’-এর শুভ উদ্বোধন করেছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই গণপাঠাগারটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ফতেপুর এলাকার ৭৩ জন কৃতি শিক্ষার্থীকে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা পুরস্কার তুলে দেন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম পাঠাগারের উন্নয়নের জন্য এর সদস্য সচিব ফারিদ উদ্দিন আকতারের হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

পাঠাগার উদ্বোধনের পর অতিথিবৃন্দ মহাকবি আলাওলের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ‘আলাওল দিঘী’ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা দিঘিটিকে দখলমুক্ত রাখতে এবং এর ঐতিহ্য রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান প্রমুখ।