
চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও যান চলাচলে গতি আনতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) দুটি গুরুত্বপূর্ণ সড়ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। গোলপাহাড় মোড় থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত মেহেদীবাগ সড়ক এবং লাভলেইন থেকে নন্দনকানন পর্যন্ত সড়ক দুটিকে বিদ্যমান অবস্থা থেকে ৬০ ফুট প্রশস্ত করে চার লেনে উন্নীত করা হবে, যার জন্য ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকারও বেশি।
এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, চট্টগ্রামে প্রথমবারের মতো সড়ক দুটির বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, ইন্টারনেটসহ সব ধরনের পরিসেবার লাইন মাটির নিচে বিশেষ আরসিসি চ্যানেলের মাধ্যমে নেওয়া হবে।
সিডিএ সূত্র জানায়, নগরীতে ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপের কারণে অনেক গুরুত্বপূর্ণ সড়কে দিনভর যানজট লেগে থাকে। এই সমস্যা সমাধানে প্রাথমিকভাবে মেহেদীবাগ ও নন্দনকানন সড়ক দুটিকে সম্প্রসারণের জন্য বেছে নেওয়া হয়েছে।
প্রকল্প অনুযায়ী, চার লেনের জন্য ৪৮ ফুট এবং দুই পাশে ফুটপাত ও মাঝের মিডিয়ান মিলে সড়ক দুটি ৬০ ফুট প্রশস্ত হবে। এই প্রশস্তকরণ কাজের জন্য সড়কের দুই পাশের বেশ কিছু ভবন ভাঙা এবং ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে, যার কারণে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, “আমরা ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডিসহ প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছি। এই দুটি রাস্তা চার লেনে উন্নীত করা হলে নগরীর যান চলাচলে ইতিবাচক প্রভাব পড়বে।”
তিনি আরও বলেন, “আমরা সব ইউটিলিটি লাইন আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাব, এতে শহরের সৌন্দর্যও বাড়বে।”