বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় নিহত মনিরের পরিবারের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী

পরিবারকে অর্থ সহায়তা, ঘর তৈরিরও আশ্বাস
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২৫ | ৬:২৩ অপরাহ্ন


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রশিদ মনিরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়া এই পরিবারকে সান্ত্বনা দিতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে তিনি আজ সোমবার দুপুরে সাতকানিয়ার করইয়ানগরে তাদের বাড়িতে ছুটে যান।

স্থানীয় জামায়াত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি নিহত মনিরের স্ত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় আবেগঘন কণ্ঠে শাহজাহান চৌধুরী বলেন, “মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, আমরা মানবতার পক্ষেও দায়বদ্ধ।”

তিনি জানতে পারেন, মনিরের পরিবার দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছে। এ সময় তিনি পরিবারটির জন্য একটি স্থায়ী আশ্রয় বা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দেন এবং সমাজের বিত্তবানদের এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

এই মানবিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল, ইউপি সদস্য জমির উদ্দিন এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা।