
চট্টগ্রামের রাউজান পৌরসভায় স্ত্রীর পরকীয়ার সম্পর্কের অভিমানে মিন্টু মিয়া (৪০) নামে এক ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (৪ আগস্ট) ভোরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী মিন্টু মিয়া নেত্রকোনা সদর উপজেলার কারলী এলাকার মো. আবু সাহেদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিন্টু মিয়ার ওমান প্রবাসী স্ত্রী ঝিনু আকতার প্রায় এক মাস আগে দেশে ফেরেন এবং দেশে ফিরে এক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ঘটনার দিন রাতে এই বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে মিন্টু মিয়া নিজের মোবাইল ফোনটি ভেঙে ফেলেন এবং অপমানিত বোধ করে অন্য একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
সোমবার ভোর ২টার দিকে তার কিশোরী কন্যা মোনা লিসা বাবাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় থাকা মিন্টু মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।