মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় ইভটিজিং রোধে ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত, তিনজনকে অর্থদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২৫ | ৯:০৭ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রীদের উক্ত্যক্ত (ইভটিজিং) প্রতিরোধে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অহেতুক জটলা রুখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ইউএনওর নেতৃত্বে একটি দল উপজেলার ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান এলাকা, করাইয়ানগর এবং পৌরসভার কলেজ রোডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক অভিযান চালায়। এ সময় স্কুল-কলেজ ছুটির পর ছাত্রীদের লক্ষ্য করে অহেতুক ঘোরাঘুরি ও আড্ডা দেওয়ার অভিযোগে তিনজন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।

আটককৃতরা তাদের মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন-২০১৮ এর অধীনে তাদের জরিমানা করা হয়। একই সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অকারণে ঘোরাঘুরি না করার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে আমাদের এই উদ্যোগ। ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী। তারা ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার জন্য অনুরোধ জানান।