সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চকরিয়ায় ‘শয়তানের নিশ্বাসে’ চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ | ৯:২৮ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবেশে দুর্বৃত্তরা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত ড্রাগ ব্যবহার করে এক চালককে অজ্ঞান করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।

রোববার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার চিরিঙ্গা মাতামুহুরী সেতুর কাছে এ ঘটনা ঘটে।

অজ্ঞান অবস্থায় চালক গিয়াস উদ্দিনকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তিনি উপজেলার পূর্ববড় ভেওলা এলাকার মৃত শামশুর আলমের ছেলে।

গিয়াস উদ্দিনের স্বজনরা জানান, বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে মাসখানেক আগে দুই লাখ টাকায় কিস্তিতে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। রোববার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাত্রী পরিবহনের জন্য চিরিঙ্গা যান। বিকেলে যাত্রী সেজে কয়েকজন দুর্বৃত্ত তার গাড়িতে ওঠে। পরে চালকের মুখে চেতনানাশক স্প্রে করে তাকে সড়কের পাশে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

অটোরিকশা চালকের চাচী হুমায়ূরা বেগম বলেন, “স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িটিই ছিল তাদের আয়ের একমাত্র উৎস। এখন সংসার কীভাবে চলবে তা নিয়ে আমরা চরম অনিশ্চয়তায় পড়েছি।”

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনাটি আমাদের কেউ জানায়নি। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”