
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে চট্টগ্রামের হাটহাজারীতে দুটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কৃষি ফার্ম রোডের ‘ফয়জুল্লাহ আইস বার’ ও মেখল রোডের ‘ফয়জিয়া আইস বার’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, কারখানা দুটিতে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছে। এছাড়া আইসক্রিমে ক্ষতিকারক ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট), অননুমোদিত ফুড কালার ব্যবহার এবং প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করার মতো অপরাধও দেখতে পান ম্যাজিস্ট্রেট।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বিএসটিআই আইন অনুযায়ী, ‘ফয়জুল্লাহ আইস বার’ এর স্বত্বাধিকারী বুলবুল এবং ‘ফয়জিয়া আইস বার’ এর স্বত্বাধিকারী মো. আলীকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।