সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ইসলামী ব্যাংকের ‘বিশেষ পরীক্ষা’ বয়কট, চট্টগ্রামে হাজারো কর্মকর্তার বিক্ষোভ

উপদেষ্টাকে স্মারকলিপি, দাবি না মানলে ‘কঠোর আন্দোলনের’ হুমকি
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৪:১২ অপরাহ্ন


ইসলামী ব্যাংকের ‘বিশেষ দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষাকে ‘ছাঁটাইয়ের ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে তা বয়কটের ঘোষণা দিয়েছেন ব্যাংকটির কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরীক্ষার আয়োজন করার প্রতিবাদে শুক্রবার সকালে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

কর্মসূচি শেষে কর্মকর্তারা প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমকে একটি স্মারকলিপি দেন। উপদেষ্টা বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায় ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আগামী শনিবার, ২৭ সেপ্টেম্বর, এই বিশেষ পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। তবে কর্মকর্তাদের অভিযোগ, এই পরীক্ষার আড়ালে প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাংক কর্মকর্তারা নগরীর জামালখান এলাকায় জড়ো হন এবং বিভিন্ন স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন।

সমাবেশে ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ ইস্কান্দার সুজন, এস,এম এমদাদ হোসাইন, মোহাম্মদ ইকবাল, দিলরুবা আক্তার, শারমিন আক্তার ও নাসরিন জান্নাত বক্তব্য দেন।

বক্তব্যের সময় মোহাম্মদ ইস্কান্দার সুজন এবং অন্যান্যরা বলেন, “একমাস আগে আমাদের রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট এই পরীক্ষা স্থগিত করে নিয়মিত পদোন্নতি পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ আদালতের আদেশ উপেক্ষা করে পুনরায় পরীক্ষার নোটিশ দিয়েছে, যা আদালত অবমাননার শামিল।”

তারা আরও বলেন, “চাকরি থেকে ছাঁটাই করার এই প্রহসন ও বৈষম্যমূলক পরীক্ষা আমরা দেব না। সারা বাংলাদেশের ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা এই পরীক্ষায় অংশ নেবে না।”

বক্তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করে হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে তারা ‘কঠিন আন্দোলনের’ পথে যাবেন এবং প্রয়োজনে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি চট্টগ্রামকে অচল করে দেবেন।