সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সাগরেই হারিয়ে গেল আরিফ, স্বজনদের কান্নায় ভারী আনোয়ারার উপকূল

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ৭:২১ অপরাহ্ন


যে সাগর ছিল জেলে আরিফের জীবিকার উৎস, সেই উত্তাল সাগরই তাকে কেড়ে নিলো। নৌকা থেকে পা পিছলে সাগরে তলিয়ে গেছেন ২২ বছরের যুবক মো. আরিফ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার মা ও স্ত্রীর বুকফাটা আর্তনাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় বাতাস ভারী হয়ে উঠেছে। তাদের আহাজারি ছুঁয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউগুলোকেও।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা। নিয়তির এক নির্মম পরিহাসে যে নৌকায় চড়ে সাগরে মাছ ধরে সংসার চালাতেন, সেই নৌকায় উঠতে গিয়েই সাগরের অতল গভীরে হারিয়ে গেলেন আরিফ।

নিখোঁজ আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় হওয়ায় সংসারের হাল ধরেছিলেন তিনিই। তিন বছর আগে বিয়ে করা আরিফের ঘরে রয়েছে দুই বছরের একটি ছেলে সন্তান। জুঁইদন্ডী এলাকায় পরিবার নিয়ে বসবাস করা আরিফের জীবন সংগ্রাম ছিল সমুদ্রকে ঘিরেই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য নৌকায় উঠছিলেন আরিফ। ঠিক তখনই পা পিছলে পড়ে যান সাগরে। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়লেও মুহূর্তেই পানির প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। প্রায় দেড় ঘণ্টা ধরে মরিয়া হয়ে খুঁজেও আরিফের কোনো সন্ধান না মেলায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে।

খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আমরা যত দ্রুত সম্ভব নিখোঁজ জেলে আরিফকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

এদিকে, আরিফের অপেক্ষায় তার মা ও স্ত্রীসহ স্বজনদের কান্না আর আহাজারিতে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে পুরো উপকূলীয় এলাকায়।