
দুই বছরের সাজা মাথায় নিয়ে পলাতক থাকা তোফায়েল আহমেদ ওরফে তোলাইয়াকে (৫২) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তোফায়েল আহমেদ সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। হাটহাজারী থানার মদুনাঘাট এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে জনগণের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আসামির বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং একাধিক পরোয়ানা রয়েছে।
পুলিশ আরও অভিযোগ করেছে, তোফায়েল ‘কামাল গ্রুপ’ এর তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে সরফভাটা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রাউজান ও চন্দ্রঘোনা থানাতেও একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তোফায়েল আহমেদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।