সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আনোয়ারায় সিরাত কনফারেন্স, রাসুলের (সা.) আদর্শ অনুসরণের আহ্বান

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০২৫ | ১১:৫১ পূর্বাহ্ন


চট্টগ্রামের আনোয়ারায় ‘ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বক্তিয়ারপাড়া তরতিলুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মোজাহারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন ও সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মোমিন। এটি সঞ্চালনা করেন মাওলানা এস এম এরশাদ উল্লা ও মাওলানা মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্য রাখেন বক্তিয়ারপাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা কারী শিব্বির আহমদ।

কনফারেন্সে আরও বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মাওলানা সলিমুদ্দিন মহাদি কাসেমী, জামিয়া বাইতুল করিম হালিশহরের মুফতি ইব্রাহিম আনোয়ারী, আর রাশাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মিশকাতুল ইসলাম এবং বক্তিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার মাওলানা ক্বারী ইসহাক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ইরফানুল হক হালিম ও মাওলানা কারী সাইফুল্লাহ, চালিতাতলি মাদ্রাসার মাওলানা মুহিবুল্লাহ, আল খলিল ইয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা কারী ইকবাল খলিল ও সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের মাওলানা আবরার নেওয়াজ, বখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশনের ডাক্তার আবুল খায়ের এবং বখতিয়ার নবীন সংঘের সভাপতি মাহমুদুল হক শফি।

অনুষ্ঠান শেষে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।