সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

টাইফয়েড টিকার প্রচারণা ‘এসি রুমের বৈঠকে সীমাবদ্ধ’, জানে না গ্রামের মানুষ

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৫ | ৬:৩১ অপরাহ্ন


সারাদেশের মতো চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় আগামী ১২ অক্টোবর থেকে শিশুদের টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে ব্যাপক প্রচারণার অভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কেই জানেন না বহু গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের প্রচারণা শুধু ‘এসি রুমের বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ’ থাকায় সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সুফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এই টিকাদান কর্মসূচির অনলাইন নিবন্ধন গত ১ আগস্ট থেকে শুরু হলেও আনোয়ারা ও কর্ণফুলীর অনেক প্রত্যন্ত ও উপকূলীয় এলাকার মানুষ এ বিষয়ে অবগত নন।

আনোয়ারার উপকূলীয় রায়পুর এলাকার কৃষক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “আমার ছেলের বয়স ২ বছর ও মেয়ের ৪ বছর। তাদের কিসের টিকা বা কখন দিতে হবে, এ সম্পর্কে তো আমরা কিছুই জানি না। এলাকায় কেউ তো বলেনি।”

কর্ণফুলীর ডাঙ্গারচর এলাকার দিনমজুর দিদারুল আলম বলেন, “আমার তিন ছেলেমেয়ের কারও টিকার রেজিস্ট্রেশন করিনি। আমাদের এলাকায় এটা নিয়ে মাইকিং বা কাউকে বলতেও দেখি নাই।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী অবশ্য দাবি করেন, “আমরা গত ২ মাস ধরে টিকার বিষয়ে প্রচারণা করে আসছি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা করেছি।” উপকূলের মানুষের বিষয়ে তিনি বলেন, অনেকের স্মার্টফোন না থাকায় নিবন্ধন করতে পারছেন না বলে জেনেছেন এবং তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে বলেছেন।

এ বিষয়ে জানতে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোছাম্মৎ জেবুনেচ্ছাকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “নীতিমালায় মাঠ পর্যায়ে টিকার নিবন্ধন বুথ করার কথা রয়েছে। বিষয়টি আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলব।”

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজিব কান্তি রুদ্র জানান, তিনি বিভিন্ন ধর্মীয় কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে টিকা কার্যক্রম সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছেন।